দৈনিক সমাচার, অনুসন্ধানী ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউন চলাকালীন বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে কালোবাজারির অভিযোগ। আজকের অভিযোগটি এসেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত রাধামনি বাজার থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিযোগকারী জানাচ্ছেন, রাধামনি বাজারে চালের কালোবাজারি চলছে। যে চাল ৬৬০ টাকা দাম, সেই চাল বিক্রি করা হচ্ছে ৭৫০ টাকায়। অভিযোগ, সবাইকে আবার সেই চাল দেওয়া হচ্ছে না। আবার সব দোকানে চাল মজুত থাকলেও মুখ চেনা না হলে দোকানদাররা চাল দিচ্ছেন না। বলা হচ্ছে চাল নেই।