Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সিবিআই প্রধান হচ্ছেন রাকেশ আস্থানা!‌ তাঁর বিরুদ্ধে ঘুষের চার্জ বাতিল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অভিযোগ ছিল, ‘‌দুর্নীতিগ্রস্ত’‌ ওষুধ প্রস্তুতকারক সংস্থা স্টারলিং বায়োটেক থেকে ঘুষ নিয়েছেন তিনি। এবার সেই চার্জই বাতিল করা হল সিবিআই–এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে। তার পরেই জল্পনা, তবে কি সিবিআই প্রধানের পদে বসতে চলেছেন তিনি?‌ রাকেশ আস্থানার বিরুদ্ধে এর আগেও ঘুষ নেওয়ার অভিযোগ বাতিল করেছে সিবিআই। মাংস রপ্তানি ব্যবসায়ী মইন কুরেশির থেকে ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ ছিল রাকেশের বিরুদ্ধে। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়। বাধ্য হয়েই ২০১৮ সালে তাঁকে সিবিআই–এর স্পেশাল ডিরেক্টর পদ থেকে সরানো হয়। গত মার্চে সেই মামলাতেও রাকেশকে ক্লিনচিট দেয় সিবিআই। তবে স্টারলিং মামলা চলছিল। এবার তাতেও নিষ্পত্তি দিল সিবিআই।

গত সপ্তাহে সিবিআই–এর ডিরেক্টর পদ থেকে অবসর নিয়েছেন আর কে শুক্লা। সূত্রের খবর, জানুয়ারির মাঝামাঝিই তিনি রাকেশ আস্থানাকে ক্লিনচিট দিয়ে ফাইলে সই করেছেন। প্রমাণের অভাবে তদন্তকারী দল, পর্যবেক্ষক অফিসাররা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আস্থানা এখন বিএসএফ প্রধান। ২০১১ সালে স্টারলিং বায়োটেকের প্রমোটারের দপ্তর থেকে একটি ডায়েরি উদ্ধার করে আয়কর দপ্তর। সেই ডায়েরিতে লেখা তথ্যের ভিত্তিতে ২০১৭ সালের ৩০ আগস্ট তিন সিবিআই অফিসার, স্টারলিং বায়োটেক সংস্থা এবং এক অজ্ঞাতপরিচয় সরকারি অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।

সেই ডায়েরির ভিত্তিতেই আস্থানার বিরুদ্ধে চার কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন তৎকালীন সিবিআই প্রধান আলোক বর্মা। তাঁর দাবি ছিল, সংস্থার মালিক সান্দেসারা ভাইদের থেকে ওই টাকা নিয়েছিলেন আস্থানা। আস্থানাকে স্পেশাল ডিরেক্টর পদে নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিলেন বর্মা। যদিও সেই পদেই আস্থানাকে নিয়োগ করা হয়েছিল। অবশেষে সব অভিযোগ থেকে মুক্তি পেলেন আস্থানা। তার পরেই জল্পনা, তবে কি এবার সিবিআই প্রধান হবেন তিনি?‌ যদিও তদন্তকারী সংস্থার মুখপাত্র এই নিয়ে মুখ খোলেননি।

 

Leave a Reply

error: Content is protected !!