Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূলে যোগ দিবেন বিজেপির ৭ সাংসদ ও ৫ বিধায়ক, দাবি জ‍্যোতিপ্রিয়র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি বিধায়ক অর্জুন সিং এবং বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সোমবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই দুই বিধায়ক। এরপরেই তাঁদের তৃণমূলে যোগ নিয়ে শুরু হয় জোর জল্পনা। যদিও তিনি বিজেপিতেই রয়েছেন বলে দাবি করেছেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। একই কথা বলেছেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসও। কিন্তু তাঁর মতে, জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কিছু বন্ধু রয়েছে তৃণমূলে। দলবদল করার মানে সম্পর্কও শেষ করা নয়। ফলে কিছুটা হলেও জল্পনা জিইয়ে রেখেছেন তিনি। আর এই জল্পনার মধ্যেই দল ত্যাগী বিধায়কদের ঘর বাপসী নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

“ঘরে ফিরবে তৃণমূল ত্যাগী ৫ বিধায়ক, বিজেপির ৭ সাংসদ” উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃহৎ মেগা পাওয়ারলুম কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তৃণমূল ত্যাগী ২ বিধায়ক সুনীল সিং ও বিশ্বজিত দাস সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর দলত্যাগী বিধায়কদের ঘর বাপসী নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ওরা গেছিল কি জন্য সেটা নিয়ে এখন কিছু বলতে চাই না, তবে কিসের ইঙ্গিত বুঝে নিন । মে মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে তৃণমূলে যোগ দেবেন বিজেপির ৭ সাংসদ ও তৃণমূল ত্যাগী ৫ বিধায়কই । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই হবে । বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প রাজনীতির রাস্তা নেই ।” তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

Leave a Reply

error: Content is protected !!