দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘কেন্দ্র অন্ধ-বধির, বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই’, চুঁচুড়ায় মোদী সরকার ও বিজেপির বিরুদ্ধে এভাবেই সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ হুগলির চুঁচুড়াতে সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, “কেন্দ্র দিল্লিতে দাঙ্গা করে আর বাংলাতে টাকার ভাণ্ডার নিয়ে বসে থাকে। কেন্দ্র কানেও শোনে না, চোখেও দেখে না। এদের পরাস্ত করে দিন। সাড়ে ৯০০ টাকা যেখানে গ্যাসের দাম, সেখানে ক্যাশের দাম নেই।” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় করোনার টিকা নিয়েও সরব হন।