দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনকরকে সরিয়ে দিচ্ছে কেন্দ্র! বিজেপির একটি সূত্রের খবর তেমনই। তাঁর জায়গায় বসানো হতে পারে মোদীর অনুগত আরিফ মহম্মদ খানকে। বর্তমানে তিনি কেরলের রাজ্যপাল।
ধনকরকে নিয়ে বিড়ম্বনার শেষ নেই রাজ্যের! অভিযোগ, বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসার পরেও তিনি লাগাতার নির্বাচিত সরকারকে নানাভাবে হেনস্থা করে চলেছেন। ধনকড়ের কাজকর্মে যে কেবল তৃণমূলই বিরক্ত তা নয়, তাঁর কাজকর্মের তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। বামেদের তরফেও কড়া সমালোচনা করা হয়েছে রাজ্যপালের। বিজেপির একটি অংশও এখনই মমতাকে হেনস্থার পক্ষপাতী নন। তাঁরা চাইছেন মুখ্যমন্ত্রী একটু থিতু হলে, তারপর না হয় আক্রমণ শানানো যাবে। তাছাড়া ধনকড়ের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগও উঠেছে। এসব খবরই কেন্দ্রের কানে গিয়েছে। তার জেরেই রাজ্যপাল বদলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রের তরফে।
ধনকরের বদলে মোদী ঘনিষ্ঠ আরিফ মহম্মদ খানকে রাজ্যপাল করে পাঠানো হতে পারে। কারণ, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছেন বিজেপির দিক থেকে। সামনেই ছটি আসনে নির্বাচন রয়েছে। তার পরেই রাজ্যের ১১০টি আসনে হতে পারে পুরসভার নির্বাচন। ওই নির্বাচনগুলিতে বিজেপির পালে হাওয়া টানতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট প্রয়োজন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই কারণেই ধনকড়কে সরিয়ে আনা হতে পারে আরিফকে।
আরিফ বর্তমানে কেরলের রাজ্যপাল। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের। তাঁকে এ রাজ্যের রাজ্যপাল করা হলে সংখ্যালঘুদের বিশেষ বার্তা দেওয়া যাবে। আরিফ সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থক। পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। সব মিলিয়ে আরিফের রাজ্যপাল পদে আসার সম্ভাবনা প্রবল।