দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের পুরস্কৃত রাজ্য। এবার পঞ্চায়েত পরিচালনার জন্য ডিজিটাল মাধ্যমে সফলভাবে পঞ্চায়েত পরিচালনা এবং তার সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাতে পুরস্কার দিল কেন্দ্র সরকার। ২৮টি রাজ্যে নিরিখে বাংলা তৃতীয় স্থান অধিকার করেছে। একথা ঘোষণা করলেন খোদ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
গত বছর থেকে দেশে থাবা বসিয়েছে করোনা। তার জেরে চলেছে লকডাউন। তার পর তা উঠে গেলেও বিধি নিষেধ থেকেই গিয়েছে। এই পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমেই বেশি কাজ হয়েছে। আর এতে চরম সফল বাংলা। ডিজিটাল মাধ্যমে বেশি কাজ হওয়ার ফলে স্বচ্ছতা এসেছে প্রশাসনিক কাজে। মানুষের কাছে পরিষেবাও পৌঁছে গিয়েছে সহজেই।
এদিন পঞ্চায়েত ভবনে সাংবাদিক সম্মেলন করে এই পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কেন্দ্রের পঞ্চায়েত বিষয়ক মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের পাঠানো মানপত্র দেখান তিনি। এদিন পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১০০ দিনের কাজের জোগান বেশি করে দিতে হবে। এ নিয়ে উদ্যোগ নিয়েছে প্রশাসন।