Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ভোটে প্রয়োজনে গুলিও চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কমিশনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফার সময় থেকে ভোটে প্রয়োজনে গুলিও চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী! এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশন সূত্রেই জানা যায়, দ্বিতীয় দফা ভোটে আত্মরক্ষার জন‌্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে বলা হয়েছে গুলি চালাতে। প্রথম দফার ভোটে পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ কমিশন। সাধারণত নিয়মানুসারে বাহিনী গুলি চালাতে পারে। যদিও ভোটে বাহিনীর গুলি চালানোর নজির খুব একটা পাওয়া যায় না। তবে কমিশনের এই নির্দেশ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

২০০৯ সালে লোকসভা ভোটের সময় যাদবপুরের ১০১ নং ওয়ার্ডের কেন্দুয়া স্কুলের বুথে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। ওই ঘটনায় মৃত্যু হয় এক সিপিএম কর্মীর। দ্বিতীয় দফার ভোটের আগে কমিশনের এই কড়া নির্দেশে চাঞ্চল‌্য ছড়িয়েছে।

Leave a Reply

error: Content is protected !!