দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপিকে সুবিধা দিতে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে, ট্যুইটে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে সরব হয়ে বলেন, তাঁরা কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে বারেবারেই অভিযোগ জানিয়েছেন। এরপরও একই ধরনের ঘটনার পুণরাবৃত্তি হচ্ছে। তাঁর অভিযোগ,বিভিন্ন জায়গায় ভোটারদের প্রভাবিত করতে ও তৃণমূল ভোটারদের হুমকি দিতে কেন্দ্রীয় বাহিনীর চূড়ান্ত অপব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। বিশেষ একটি পার্টিতে সুবিধা দিতেই কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে তিনি নাম না করে বিজেপিকেই নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয়েছেন মমতা। নন্দীগ্রামের ভোটের দিনও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন। তিনি বহিরাগতদের নিয়ে আসা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন।