দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনীতির ইতিহাসে এই প্রথম কংগ্রেস বা সিপিএম কোনো একটিও আসন পায়নি। আর এই ভরাডুবির জন্য এবার আইএসএফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকীকে দায়ী করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক স্তরেও বদল চেয়ে শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট জমা করে কমিটি। জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেসের তরফে আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, আবু হাসেম খান চৌধুরী এবং দীপা দাসমুন্সি। কংগ্রেসের শোচনীয় ফলের ময়নাতদন্তে গত কয়েকদিন ধরেই কেন্দ্র ধরে ধরে ফলাফল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সূত্রের খবর, প্রশ্ন উঠেছে অধীর চৌধুরীর ভূমিকা নিয়েও। তাঁকে সরিয়ে বিকল্প মুখ তুলে আনার দাবি জানানো হয়। দুর্বল সংগঠনের কারণেই ভোটে এমন বিপর্যয় বলে জানানো হয় কমিটির রিপোর্টে।
বঙ্গ বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি পর্যালোচনা করতে কেন্দ্রীয় নেতা অশোক চৌহানের নেতৃত্বে একটি কমিটি গঠন করে কংগ্রেস হাইকমান্ড। কমিটিতে রয়েছেন সলমান খুরশিদ এবং মনীশ তিওয়ারিও। এই পাঁচ সদস্যের কমিটির রিপোর্টে জানানো হয়েছে, ‘সাম্প্রদায়িক শক্তি’-র সঙ্গে জোটের ফলেই মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। অতএব ঘুরপথে। আইএসএফ কেই দায়ী করেছে কংগ্রেস হাইকমান্ড।