দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ প্রকাশিত হল ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। যদিও এবার করোনার কারণে পরীক্ষা হয়নি। একাদশ শ্রেণীর রেজাল্টের ভিত্তিতেই নম্বর দেওয়া হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ মধ্যে ৪৯৯ পেয়ে রাজ্যে প্রথম হয়ে ইতিহাস তৈরি করেছেন মুর্শিদাবাদ জেলার কান্দির মণীন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা।
রুমানাকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্ৰেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। নিজের ফেসবুক পেজে অধীর লেখেন, “মুর্শিদাবাদের তথা বাংলার আমাদের ঘরের কন্যা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হল, আমাদের বুকটা গর্বে ভরে গেল, নাম রুমানা সুলতানা। শিক্ষা যে শিখবে তার সম্পত্তি, রুমানা আমাদের শিক্ষা দিল। সবাই পড়ো সবাই এগিয়ে চলো। আজ বাংলার নতুন সুলতানা রাজ্য কে কাঁপিয়ে দিল, অনেক অনেক শুভেচ্ছা।”