Saturday, March 15, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

শুভেন্দুর ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী, দলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‛রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনাকে ধন্যবাদ’, এমনটাই জানিয়ে শুক্রবার রাজ‍্যের মন্ত্রীত্বের পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। তার ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর সঙ্গে দলের আলোচনার সম্ভাবনা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। তবে তৃণমূল সূত্রে খবর, এখনও সংলাপের রাস্তা খোলা। বিকেল সাড়ে ৫ টায় নিজের বাড়িতে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন মমতা। ওই বৈঠকে মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। এর পাশাপাশি শুভেন্দুকে নিয়েও কথা হতে পারে।

এ দিন দুপুরে মুখ্যমন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে শুভেন্দু লিখেছেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি। যত দ্রুত সম্ভব যেন এটি গ্রহণ করা হয়। একই সঙ্গে এই চিঠি ই-মেল মারফত রাজ্যপালের কাছেও পাঠিয়েছি। আমি খুবই ধন্য যে, রাজ্যের প্রশাসন ও রাজ্য আমাকে এই মন্ত্রিত্বপদে নিয়োগ করেছিল এবং আমি যথাসাধ্য নিজের প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছি। রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনাকে ধন্যবাদ।’

বিজেপি সূত্রের খবর, ডিসেম্বরে বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, শহিদ মিনারের জনসভায় গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন শুভেন্দু। তবে শুভেন্দুর দলবদলের কথা খারিজ করেছেন দলের সাংসদ সৌগত রায়। তিনি জানিয়েছেন,’শুভেন্দুর সঙ্গে আলোচনা করবে দল। আলোচনার সব রাস্তাই প্রশস্ত’।

 

Leave a Reply

error: Content is protected !!