দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাবার হাতে গুলি বিদ্ধ মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহীন গ্ৰাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্ৰামে। এই অভিযোগের পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির নাম সাহিল শেখ। বয়স ৪ বছর। এবং অভিযুক্ত অর্থাৎ বাবার নাম নাস্তার আলি। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় সাহিলকে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক সাহিলকে মৃত্যু বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত নাস্তার পলাতক। মৃত শিশুর পরিবারের লোকদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বিবাদ লেগেই নাস্তারের। বেশ কিছুদিন তা চরমে পৌঁছায়। বুধবার মত্ত অবস্থায় বাড়ি ফেরে নাস্তার। তার পরই গুলি করে বলে জানিয়েছেন সাহিলের মামা সামসুদ্দিন আহমেদ৷ তার আরও অভিযোগ, সাহিলের মা পারুল খাতুনকে বিয়ের পর থেকেই বেশ কয়েক বার খুনের চেষ্টা করেছে নাস্তার। বুধবার রাতে স্ত্রীকে খুন করতে গিয়েই নিজের ছেলেকে খুন করেছে নাস্তার।