দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের গোয়ালপাড়ায় ঘন বন সাফ করে সাতটি ফুটবল মাঠের সমান ডিটেনশন ক্যাম্প নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। অসম সরকারের একটি সূত্র জানাচ্ছে, চলতি বছরের মার্চের মধ্যেই বৃহত্তম এই ডিটেনশন ক্যাম্পের কাজ শেষ হবে। এনআরসি ও নাগরিকত্ব আইন অনুযায়ী যারা আর ভারতের নাগরিকত্ব দাবি করতে পারবেন না তাদের মধ্যে অন্তত ৩ হাজার জনকে বৃহত্তম ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
অসমের প্রাদেশিক রাজধানী গুয়াহাটি থেকে ১২৯ কিলোমিটার দূরের গোয়ালপাড়া মাতিয়া নামক স্থানে ২৫ বিঘা জমির উপর ৪৬ কোটি টাকা ব্যয়ে ওই ডিটেনশন ক্যাম্প নির্মাণ করা হচ্ছে। গোটা বন্দিশিবিরের চারপাশে তোলা হচ্ছে ২০ থেকে ২২ ফুট উঁচু দেয়াল। এছাড়া সার্বক্ষণিক নজরদারির জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। অথচ কয়েকদিন আগে মোদী বলেছিলেন, দেশে কোনো ‘ডিটেনশন ক্যাম্প’ নেই।
ডিটেনশন ক্যাম্প নির্মাণের দায়িত্বে থাকা সাইট সুপারভাইজার মুকেশ বসুমাতারি বলেন, ‛ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু বর্ষা মৌসুমে কাজ বন্ধ থাকায় তাতে খানিকটা সময় বেশি লাগছে।’ মুকেশ জানালেন, গোয়ালপাড়ার ওই বন্দিশিবিরে চার তলা মোট ১৫টি বাড়ি বানানো হবে। প্রত্যেকটি বাড়িতে থাকবেন কমপক্ষে ২০০ জন মানুষ। এছাড়া বন্দিশিবিরটির অন্যত্র নির্মাণ করা হচ্ছে টয়লেট কমপ্লেক্স।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন