Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‛সবার জন্যই বিজেপির দরজা খোলা’, দল শোকজ করতেই ভোল বদল অগ্নিমিত্রার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান নিয়ে বিরোধীতা জানানোর জেরে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল সহ একাধিক নেতাকে শোকজ করে রাজ‍্য বিজেপি। এর পরেই ভোল বদল অগ্নিমিত্রার।

এদিন ১৮০ ডিগ্ৰী ঘুরে অগ্নিমিত্রা বলেন,
“আগামী কয়েকমাসে তৃণমূল থেকে প্রচুর নেতা-নেত্রী বিজেপিতে যোগ দেবেন। আমাদের সঙ্গে কথা চলছে । এখন যা পরিস্থিতি তাতে মাননীয়া মুখ্যমন্ত্রী আর ভাইপো ব্যানার্জি ছাড়া আর কেউই তৃণমূলে থাকবেন না।”

দলের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিন আগে যখন এসেছিলেন উনি তো বলেছিলেন যে, সবার জন্যই দলের দরজা খোলা রয়েছে । তারপরে দল নিশ্চিত করবে, কে কোন দায়িত্বে থাকবেন।”

দলের তরফে তাঁকে শোকজ় করার বিষয়ে তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টি আমার অভিভাবকের মতো । বাবা মায়ের যেমন শাসন করার অধিকার রয়েছে ঠিক তেমনই । আর আমি রাজনীতিতে একদম নতুন । সেহেতু ক্ষোভের তো কোনও জায়গাই নেই । পার্টি যেভাবে চলতে বলবে সেভাবেই চলব । আর ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মতো উচ্ছৃঙ্খল পার্টি নয় । ভীষণই শৃঙ্খল পার্টি । সবাই নিয়ম মেনে চলুক । আমিও চাই ।”

Leave a Reply

error: Content is protected !!