Sunday, February 23, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

শেষ হল এক অধ্যায়! লড়াইয়ের মঞ্চকে চিরবিদায় জানালেন আন্ডারটেকার

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩০ বছরের কেরিয়ারে বহু নজির গড়েছেন তিনি। বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তের ভালবাসা ও অগাধ সম্মান পেয়েছেন তিনি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বয়স। কমেছে ক্ষিপ্রতাও। ফলে সঠিক সময়মতো এবার WWE তারকা আন্ডারটেকার রিংকে জানালেন আলবিদা।

নব্বইয়ের দশকে ভারতের বুকে যেসব শিশুরা বেড়ে উঠেছেন তাদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল আমেরিকার বুকে হওয়া বিনোদনমূলক ফাইট WWE। তখনকার মঞ্চ কাঁপানো তারকারা ছিলেন এক এক জন ইয়ুথ আইকন। জন সিনা, ট্রিপল এইচ, কেনদের মধ্যে সবথেকে জনপ্রিয় ছিলেন দীর্ঘকায় লড়াকু আন্ডারটেকার।

সারভাইভার সিরিজের মঞ্চে অফিসিয়াল রিটায়ারমেন্ট ঘোষণা করলেন আন্ডারটেকার। বিদায়বেলায় তিনি জানালেন ‛দীর্ঘ ৩০ বছর ধরে এই রিংয়ে হেঁটেছি। অন্যদের বিশ্রামের সুযোগ করে দিয়েছি। এবার সময় শেষ হয়েছে। আন্ডারটেকারকে এবার শান্তিতে বিশ্রাম দেওয়ার সুযোগ করে দিতে হবে।’

 

Leave a Reply

error: Content is protected !!