Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

জল্পনার অবসান, ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ নামে নতুন দলের ঘোষণা আব্বাসের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে ওই দল অংশগ্রহণ করবে এবং তাতে নেতৃত্ব দেবেন আব্বাস। তবে নির্বাচনে তিনি নিজে প্রার্থী হবেন না, এক জন ‘কিং মেকার’ হিসেবে কাজ করবেন বলে জানালেন আব্বাস।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ (আইএসএফ) নামে একটি রাজনৈতিক দলের সূচনা করেন আব্বাস। মুসলিম, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষের কথা ভেবেই নতুন এই দল গঠন করা হয়েছে বলে জানান আব্বাস। তাঁর মতে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের মুসলিম, দলিত ও আদিবাসীদের কোনও উন্নয়ন হয়নি। উল্টে হিন্দু-মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করেছেন তিনি। ওই সব বঞ্চিতদের কথা ভেবেই এই নতুন দল গঠন করা হয়েছে। এই দল সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।’’

বৃহস্পতিবার আব্বাস বলেন, ‘‘এই দলের সঙ্গে কারা যুক্ত হবে তা এখনও ঠিক হয়নি। তবে আমরা একটা মহাজোট চাই। এই মহাজোটে যারা আসবেন না, তারা আমাদের প্রতিপক্ষ।’’

 

Leave a Reply

error: Content is protected !!