Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

আদিত্যনাথের সভায় ফাঁকা রইল মাঠ, ফাঁকা মাঠে খেলতে না পেরে তৃণমূলকে বিঁধলেন যোগী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের বিজেপির সভায় ভরল না মাঠ। মঙ্গলবার পুরুলিয়ার বলরামপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভায় মাঠ ছিল অর্ধকের বেশি খালি। এদিন ভিড় না হওয়ায় তৃণমূলকে বেঁধেন আদিত্যনাথ।

তিনি বলেন, বিজেপি সমর্থকদের সভায় যোগদানে বাধা দেওয়া হচ্ছে। আমি হেলিকপ্টার থেকে দেখেছি হাজার হাজার মানুষ সভার দিকে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আদিত্যনাথ বলেন, ‘আগে জয় শ্রী রাম বললে রেগে যেতেন মমতা। এখন তাঁকেই চণ্ডীপাঠ করতে হচ্ছে।’

Leave a Reply

error: Content is protected !!