Sunday, December 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অযোধ্যায় মসজিদের জন্য প্রথম অর্থদান এক হিন্দুর! “জুতো মেরে গরু দান” – ট্রোল নেটদুনিয়ায়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য প্রথম অর্থ সাহায্য করলেন এক জন হিন্দু। লখনউ বিশ্ববিদ্যালয়ের কর্মী রোহিত শ্রীবাস্তব মসজিদ কর্তৃপক্ষের হাতে ২১ হাজার টাকা তুলে দেন।

এই অর্থ সাহায্যকে সম্প্রীতির নিদর্শন হিসেবে দেখছেন মসজিদ ট্রাস্টের সম্পাদক আতার হুসেন। তিনি বলেন, “মসজিদ নির্মাণের প্রথম দানটি এল এক জন হিন্দু ভাইয়ের কাছ থেকে। এটা ইন্দো-ইসলামিক সংস্কৃতির উজ্জ্বল উদাহরণ।”

যদিও সোশ্যাল সাইটে এই দানকে নিয়ে ট্রোল করা শুরু হয়েছে। নেটিজেনদের কটাক্ষ, মসজিদ ভেঙে আবার মসজিদের জন্য টাকা দান করা হচ্ছে। তাঁদের কথায়, “এ যেন, জুতো মেরে গরু দান”। অনেকের মতে আবার “এসব লোক দেখানো সম্প্রীতি”।

অন্যদিকে মসজিদ নির্মাণে অর্থ সাহায্য করে রোহিত জানিয়েছেন, ভারতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ই পারস্পরিক উৎসব এবং সৌভ্রাতৃত্বে বসবাস করে। তাঁর কথায়, “আমি এমন এক প্রজন্মের উত্তরাধিকার বহন করি, যেখানে ধর্মীয় গোঁড়ামি নেই। ধর্মীয় বাধাগুলি নেই।”

 

Leave a Reply

error: Content is protected !!