Friday, February 7, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

জয়নগর থানার উদ্যোগে আয়োজিত ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে প্রথম রহিদা মোল্লা

সাকিব হাসান, দৈনিক সমাচার, জয়নগর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার উদ্যোগে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্মেন্স দিয়ে প্রথম হয়েছেন জয়নগর হাই স্কুলের ছাত্রী রহিদা মোল্লা। ক্যারাটের বিশ্বচ্যাম্পিয়নদের উপস্থিতিতে এদিনে সকাল থেকে অনূর্ধ্ব ১৬ বছরের ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। ক্যারাটে ছাত্রীদের উৎসাহ দিতে আসেন বিশ্বচ্যাম্পিয়ন অনামিকা দাস, বিশ্বচ্যাম্পিয়ন দেবব্রত হালদারের প্রশিক্ষণের এবং পরিচালনার মাধ্যমে প্রায় ২০০ জন ছাত্রীরা এদিনে অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় হয়েছেন মন্দিরা সরদার, তৃতীয় দেবিকা বৈরাগী ,চতুর্থ জ্যোতি মালী।

এদিন উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি অতনু সাঁতরা, জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মন্ডল, ক্যারাটে সংগঠনের কমল সিকদার , অমিত সাহা সহ বিশিষ্টরা।

 

Leave a Reply

error: Content is protected !!