দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রথম দু’দফার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মোট ৫৭ আসনের প্রার্থীপদ ঘোষণা করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকেই। ভোটের ময়দানে এবার সরাসরি মমতা বনাম শুভেন্দু লড়াইয়ই দেখবে বাংলা।
বিজেপির প্রার্থীতালিকার প্রধান মুখগুলি-
নন্দীগ্রাম-শুভেন্দু অধিকারী
কাঁথি উত্তর- সুনীতা সিংহ
ভগবানপুর- শ্রী রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি-শ্রী শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ- স্বদেশরঞ্জন নায়ার
দাঁতন-শক্তিপদ নায়েক
পুরুলিয়া-সুদীপ মুখার্জী
শালবনী-রাজীব কুণ্ড।
মানবাজার-গৌরীসিং সর্দার।
রঘুনাথপুর-বিবেকানন্দ বাউরি
জয়পুর -নরহরি মাহাতো।
খড়গপুর তপন ভুঁইয়া।
গড়বেতা মদন রুইদাস।
গোসাবা-চিত্ত প্রামাণিক
কাকদ্বীপ-দীপঙ্কর জানা
পাশকুঁড়া-দেবব্রত পট্টনায়ক।
ময়না- অশোক দিন্দা।
মহিষাদল-বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
হলদিয়া-তাপসী মণ্ডল
নারায়ণগড়-রামপ্রসাদ গিরি
সবং অমূল্য মাইতি।
ডেবরা- ভারতী ঘোষ।
দাসপুর-প্রসন্ন বেড়া
তালডাংরা-শ্যামলকুমার সরকার।
মেদিনীপুর -সম্বিত দাস।