Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াইয়ে বেঁচে ফিরলেন মৎস্যজীবী

হাসান পিয়াদা সাকিব, দৈনিক সমাচার, কুলতলী: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে জীবন মরণের লড়াইয়ে বেঁচে ফিরলেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে দঃ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লক এর দেউলবাড়ি অঞ্চল।

 

জানা গেছে, ওই ম‍ৎস‍্যজীবীর নাম তপন মণ্ডল। তিনি শুক্রবার কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার এর মুখোমুখী হয়। প্রানে বাঁচার জন্য বাঘের সাথে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যান। শেষে বাঘ আক্রমন করার পর ও বেঁচে ফিরে আসেন।

এদিকে র্দীঘ সময় তপন ও তার সঙ্গীরা চিৎকার করতে থাকে। একসময় বাঘের দিকে আক্রমন করতে যাওয়াতে বাঘটি কলস জঙ্গলে ফিরে যায়। গুরুতর আহত তপন মন্ডল জামতলা গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন APDR জয়নগর শাখার সদস্যরা তাপন মন্ডলের পরীবারের সাথে দেখা করতে যায় ও তাদের ষপাশে থাকার আশ্বাস দেন।

 

Leave a Reply

error: Content is protected !!