Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

রাত পোহালেই চতুর্থ দফার ভোট, ৪৪টি কেন্দ্রে নিরাপত্তায় থাকবে ৭৯৩ কোম্পানির বাহিনী

ছবি - প্রতীকী

‌দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোট। উত্তরের দুই এবং দক্ষিণের তিন জেলার ৪৪টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। বিষয়টিকে কোনও মতেই হালকাভাবে নিতে চাইছে না কমিশন। কারণ আগের তিন দফায় বিক্ষিপ্ত অশান্তি লেগেই ছিল। যদিও কমিশন জানিয়েছিল শান্তিপূর্ণভাবে ভোট মিটেছে। এবারও সেভাবেই ভোট করাতে চায় কমিশন। তাই ৪৪ কেন্দ্রে মোতায়েন থাকবে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

গত তিন দফায় রাজ্যের শাসক দল বারবার আঙুল তুলেছে কেন্দ্রীয় বাহিনীর দিকে। এর মধ্যেই শনিবার চতুর্থ দফা। এদিন আলিপুরদুয়ারে মোতায়েন থাকছে ৯৯ কোম্পানি। বারুইপুরে থাকছে ৪৫ কোম্পানি। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৮৪ কোম্পানি‌। কোচবিহারে মোতায়েন ১৮৮ কোম্পানি। ডায়মন্ড হারবারে থাকছে ৩৯ কোম্পানি।

হুগলি গ্রামীণ অঞ্চলের জন্য রাখা হয়েছে ৯১ কোম্পানি। হাওড়া পুলিশ কমিশনারেটে রাখা হয়েছে ১০৩ কোম্পানি। হাওড়া গ্রামীণে ৩৭ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়িতে ৬ কোম্পানি আধাসেনা মোতায়েন হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারেট ১০১ কোম্পানি মোতায়েন থাকছে। চন্দননগর পুলিশ কমিশনারেটে মোতায়েন ৭৩ কোম্পানি।

যে এলাকায় একটি বুথ, সেখানে চার জন জওয়ান থাকবে। যে এলাকায় ২ থেকে ৪টি বুথ, সেখানে ৮ জন জওয়ান থাকবে। যেখানে ৫ থেকে ৮টি বুথ, সেখানে থাকবে ১২ জন জওয়ান। কলকাতার একটি অংশেও শনিবার ভোট। তাই বিশেষ নজরদারি চালাবে কমিশন। কলকাতার রাস্তায় থাকবে ৭৫টি আরটি ভ্যান। দু’‌দিন আগে থেকেই কলকাতা সীমান্তে চলছে নাকা চেকিং। কলকাতা লাগোয়া এলাকাগুলোতে থাকবে বাহিনীর ৯৪টি কুইক রেসপন্স টিম।

 

 

Leave a Reply

error: Content is protected !!