দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভারতে টানা ছ’দিন ধরে বাড়ল তেলের দাম। কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাই-সহ দেশের সব বড় শহরেই পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় পেট্রোলের দাম ছাড়িয়ে গিয়েছে ৯০ টাকা। অন্যদিকে মুম্বইয়ে ১০০-র কাছে পৌঁছে গিয়েছে পেট্রোল। আগামী কয়েক দিনে তা সেঞ্চুরি ছাড়িয়ে যেতে পারে বলেই ধারণা।
কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২৮ পয়সা। রবিবার সকালে শহরে লিটার প্রতি পেট্রোলের দাম ৯০ টাকা ০১ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে ৮২ টাকা ৬৫ পয়সা।
বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৫ টাকা ২১ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৮৬ টাকা ০৪ পয়সা। রাজধানী দিল্লিতেও বেড়েছে জ্বালানি তেলের দাম। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে হয়েছে ৮৮ টাকা ৭৩ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ৩২ পয়সা বেড়ে হয়েছে ৭৯ টাকা ০৬ পয়সা।