Saturday, March 15, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজ্যপাল বিজেপির সুপার সভাপতি, ধনখড়কে খোঁচা জ্যোতিপ্রিয় মল্লিকের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি আর রাজ্যপাল সুপার সভাপতি, রাজ্যপাল জগদীপ ধনখড়কে এভাবেই খোঁচা দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাবরায় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যপাল আর রাজ্যপাল নন। তিনি এখন বিজেপি-র সুপার সভাপতি।

অমিত শাহ-রাজ্যপালের বৈঠকে সংক্রান্ত প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “রাজ্যপাল বিজেপির-র এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি রাজ্যপাল হিসেবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্য সম্পর্কে রিপোর্ট দিয়েছেন। সেই গোপন রিপোর্ট কী করে সংবাদমাধ্যমকে জানিয়ে দেন! রাজ্যপাল আসলে বিজেপির-র রাজ্যের সুপার সভাপতি। দিলীপ ঘোষ সভাপতি। আর রাজ্যপাল সুপার সভাপতি। ”

 

Leave a Reply

error: Content is protected !!