দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালালো বন্দুকবাজরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তিনি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে।
১ জানুয়ারি দলের কাজে কলকাতায় গিয়েছিলেন কৃষ্ণেন্দুবাবু। রবিবার রাত পৌনে ১২টা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির গ্যারাজে গাড়ি ঢোকানোর সময়েই তিন জন বন্দুকবাজ মোটরসাইকেলে চেপে এসে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ।
সাদা একটি টয়োটা ইনোভা গাড়িতে বসে ছিলেন কৃষ্ণেন্দু। গাড়িতে গুলি লাগে। কৃষ্ণেন্দুর অভিযোগ, তৃণমূলের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। যদিও শাসকদলের বক্তব্য, আসানসোলের বিজেপিতে এখন চারটি গোষ্ঠী। বিজেপির অভ্যন্তরীন কোন্দলের জন্যই এই ঘটনা ঘটেছে।