Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দেশ প্রেম শেখাতে গান্ধীর খুনি গডসের নামে জ্ঞানশালা খুলল হিন্দু মহাসভা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশ প্রেম শেখাতে গান্ধীর খুনি গডসের নামে জ্ঞানশালা খুলল হিন্দু কট্টর হিন্দুত্ববাদী মহাসভা। মধ্যপ্রদেশের গ্বালিয়রে নাথুরাম গডসের নামে জ্ঞানশালার উদ্বোধন করল হিন্দু মহাসভা। গাধী হত্যাকারী গডসের নামে দেওয়া হল জয়ধ্বনি। জ্ঞানশালায় গডসের ‘দেশভক্তির কাহিনি’ শোনানো হবে।

মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে-কে ঘৃণা করেন ভারতের বেশিরভাগ মানুষ! আজও যখন মহাত্মা গান্ধীর জন্মদিন বা মৃত্যুদিন পালন হয় তখন নাথুরামকে স্মরণ করে ধিক্কার জানান তাঁরা। যদিও পুরো উলটো পথে হাঁটে কট্টর হিন্দুত্ববাদীরা। নাথুরামের নামে দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান করতেও দেখা যায় তাদের। জাতির জনককে খুন করার জন্য ভারতবাসীর ঘৃণার পাত্রে পরিণত হওয়া কুখ্যাত ওই ব্যক্তির নামে এবার আস্ত একটা লাইব্রেরি খুলল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

সংগঠনের প্রাক্তন সদস্য নাথুরামের নামে খোলা ওই লাইব্রেরিতে দেশভাগের কারণ সম্পর্কে লেখা বিভিন্ন বই রাখা হয়েছে। এর ফলে আজকের ভারতীয় যুবরা সেই সময়ের অনেক সত্যি ঘটনা জানতে পারবেন বলে দাবি করেছেন হিন্দু মহাসভার সদস্যরা।

হিন্দু মহাসভার ডাঃ জয়বীর বলেন,তারা তরুণ প্রজন্মকে জানতে চান কীভাবে গডসে গোটা দেশকে বাঁচাতে কী কী করেছিলেন। গডসের জীবনী সম্পর্কিত সব কথাই এখানে বাকিদের শোনাবে হিন্দু মহাসভা। এরই পাশাপাশি সেখানে স্বাধীনতা পরে দেশভাগ ও সেই সম্পর্কিত ইতিহাসও শোনাবে হিন্দু মহাসভা। একইসঙ্গে সাভারকর, রাণী লক্ষ্মীবাই রাণা প্রতাপের আদর্শে সকলকে চলতে অনুপ্রাণিত করবেন হিন্দু মহাসভার সদস্যরা।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ৩০ জানুয়ারি দিল্লিতে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। স্বভাবতই গান্ধীর হত্যাকারীকে নিয়ে এমন আয়োজনে বিতর্ক শুরু হয়েছে। যদিও এই ঘটনার পরে মধ্যপ্রদেশ সরকার কোনও পদক্ষেপ নিয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

 

 

Leave a Reply

error: Content is protected !!