দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সম্প্রতি আমাজনে ব্যাপকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনার ভয়বহতা বুঝাতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি আমাজনের আগুণ লাগার ঘটনায় তোলা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানিয়েছে, আমাজনের আগুন লাগার ঘটনায় ছড়িয়ে পড়া এই ছবিটি ২০১৬ সালে তুলেছিলেন ব্রাজিলিয়ান ফটোগ্রাফার নন ম্যানগুরিয়া। মূলত আমাজনে চিতাবাঘ রক্ষায় সচেতনতা বাড়াতে এই ছবিটি তুলেছিলেন তিনি। এই ছবির সঙ্গে আমাজনের আগুনের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
ওই ফটোগ্রাফার জানান, এই চিতাবাঘটির মাকে হত্যা করেছিল শিকারীরা। তারপর থেকে তাকে বড় করে তুলছিল সেনাবাহিনীর কমান্ডো দল। যারা আমাজনে দায়িত্বরত। কমান্ডো সদস্যরা চিতাবাঘটিকে নিয়ে নিয়মিত নদীতে সাতাঁর কাটতেন। তেমনই একটি সময়ে ছবিটি তোলা।