Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

জেল খাটা কবি নজরুল! তিনিই তো ইংরেজদের বলেছিলেন – “এ দেশ ছাড়বি কিনা বল?”

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমরা সবাই তাঁকে চিনি বিদ্রোহী কবি বলে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। তাঁর লেখায় ফুটে উঠত বিদ্রোহ। তিনি লিখেছিলেন, “বল বীর চির উন্নত মম শির।” তাঁর লেখার মাধ্যমে বিপ্লবীরা পেতেন উৎসাহ, আমার সবাই তাঁকে বিদ্রোহী কবি হিসাবেই জানি। কবি, গীতিকার, সুরকার হিসাবে জানি। কিন্তু তাঁর আরও এক অধ্যায় ইতিহাসে উপস্থিত থাকা উচিত ছিল, আজ তা থাকলেও খুবই ক্ষীণ।

 

১৩২৬ বঙ্গাব্দে তাঁর প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় বিজলী পত্রিকায়। প্রকাশিত হলে সমগ্ৰ বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। তাঁর লেখায় ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের জন্য ব্রিটিশ সরকার নিষ্ঠুরভাবে তাঁর ৫-৬টি বই বাজেয়াপ্ত করা হয় যেমন – ভাঙার গান, বিশের বাঁশি, চন্দ্রবিন্দু প্রভৃতি। সবাই বুঝতে পারে কবির বই বাতিল করার উদ্দেশ্য কবিকে লেখার জগৎ থেকে সরিয়ে দেওয়া।

তখন ইংরেজরা জনসাধারণের উত্তেজনা দেখে ১৯৪৫-এর নভেম্বরে ঐ নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপরও তাঁকে জেলের কারাগারে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তাই তো তিনি জেল খাটা কবি। কিন্তু, আজ শুধুই পরিচিত বিদ্রোহী কবি বলে। উনিও একজন স্বাধীনতা সংগ্ৰামী তাইতো ইংরেজদের উদ্দেশ্যে লিখেছিলেন “এ দেশ ছাড়বি কিনা বল?”

Leave a Reply

error: Content is protected !!