নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, উত্তর ২৪ পরগনা: কদিন আগে ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবের জেরে ক্ষতিগ্ৰস্ত হয়েছে রাজ্যের বেশকিছু জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকাও। আজকে জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল উত্তর ২৪ পরগনা জেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও সংগঠনের পক্ষ থেকে কিছু রেশন ও খাবার সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতেও তুলে দেওয়া হয়।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনকালে উপস্থিত জামাআতে ইসলামি হিন্দের আমিরে হালকা মাওলানা আব্দুর রফিক, প্রাক্তন আমিরে হালকা তথা রাজ্য সমাজ সেবা বিভাগের সম্পাদক রহমত আলি খান, রাজ্য দাওয়াহ সম্পাদক সাদাব মাসুম, রাজ্য দপ্তর সম্পাদক সাবির আলি, বিভিন্ন নেতৃত্ববৃন্দ এই প্রতিনিধিদলে ছিলেন। ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, জামাআতের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায় জামাআত সীমিত সামর্থ্য নিয়ে পূর্বের ন্যায় এবারও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কাজ শুরু করেছে।