Saturday, December 28, 2024
Latest Newsখেলাদেশফিচার নিউজ

‘খেলরত্ন’ থেকে বাদ রাজীব গান্ধীর নাম, জুড়ছে ধ্যানচাঁদের নাম, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’-এর নাম বদলে দিল মোদী সরকার। নতুন নাম হচ্ছে ‘মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার’। শুক্রবার এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার করা ট্যুইটে মোদী লিখেছেন, ‘খেলরত্ন পুরস্কারের নাম মেজর ধ্যানচন্দের নামে করার জন্য দেশের প্রচুর নাগরিকের থেকে অনুরোধ পেয়েছিলাম। মতামত জানানোর জন্য তাঁদের ধন্যবাদ জানাই। তাঁদের ভাবাবেগকে সম্মান দিয়ে, খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার হিসাবে ডাকা হবে।’

 

 

Leave a Reply

error: Content is protected !!