দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের আংশিক প্রার্থীতালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম ও দ্বিতীয় দফার ৬০টি আসনের জন্য প্রার্থীদের নাম ও কেন্দ্র ঘোষণা করা হচ্ছে। তবে নন্দীগ্রাম কেন্দ্রে এখনই প্রার্থী ঘোষণা করা হচ্ছে না বলে জানালেন বিমান বসু। এ ছাড়া প্রথম দফায় পূর্ব মেদিনীপুর এগরা, পুরুলিয়ার কাশীপুর এবং পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কেন্দ্রেও ভোট রয়েছে। কিন্তু ওই তিন কেন্দ্রে জোটের তিন দলের মধ্যে কাদের প্রার্থী দাঁড় করানো হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
প্রথম ও দ্বিতীয় দফার ৬০টি কেন্দ্রের মধ্যে বাামেরা যে কেন্দ্রগুলিতে প্রার্থী দিচ্ছেন, সেগুলিই ঘোষণা করেছেন বিমান বসু। যে আসনে কংগ্রেস বা আইএসএফ প্রার্থী দেবে, সেই আসনগুলি সংশ্লিষ্ট দলগুলির পক্ষ থেকে পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।
বামেদের প্রার্থী তালিকা –
কাঁথি উত্তর – সুতনু মাইতি (সিপিএম)
ভগবানপুর – কংগ্রেস
খেজুরি – হিংমাংশু দাস (সিপিএম)
কাঁথি দক্ষিণ – অনুরূপ পণ্ডা (সিপিআই)
রামনগর – সব্যসাচী জানা (সিপিএম)
দাঁতন – শিশির পাত্র (সিপিআই)
নয়াগ্রাম – হরিপদ সোরেন (সিপিএম)
গোপীবল্লভপুর – প্রশান্ত দাস (সিপিএম)
ঝাড়গ্রাম – মধুজা সেনরায় (সিপিএম)
কেশিয়ারি – পুলিন বিহারী বাস্কে (সিপিএম)
গড়বেতা – তপন ঘোষ (সিপিএম)
খড়্গপুর – শেখ সাদ্দাম আলি (সিপিএম)
শালবনি – সুশান্ত ঘোষ (সিপিএম)
মেদিনীপুর – তরুণ কুমার ঘোষ (সিপিআই)
বিনপুর – দিবাকর হাঁসদা (সিপিএম)
বান্দোয়ান – সুশান্ত বেশরা (সিপিএম)
বলরামপুর – কংগ্রেস
বাঘমুন্ডি – কংগ্রেস
জয়পুর – ধীরেন মাহাতো (ফব)
পুরুলিয়া – কংগ্রেস
মানবাজার – যামিনীকান্ত মণ্ডি (সিপিএম)
পারা – স্বপন বাউড়ি (সিপিএম)
রঘুনাথপুর – আইএসএফ
শালতোড়া – আইএসএফ
ছাতনা – ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)
রানিবাঁধ – দেবলীনা হেমব্রম (সিপিএম)
রাইপুর – আইএসএফ