Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বাম-কংগ্রেস বাংলার রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়, কটাক্ষ বাবুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলায় বাড়ছে ভোটের পারদ । চলছে দলবদলের পালা । শাসক দলের একের পর এক নেতা বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছেন । তৃণমূলও বিজেপি থেকে কিছু নেতা ভাঙিয়ে আনতে পিছিয়ে থাকছে না । এরই মধ্যে জোট বেঁধেছে বাম-কংগ্রেস । বিভিন্ন দলীয় কর্মসূচিও একসঙ্গে করতে দেখা যাচ্ছে সুজন-মান্নানদের । তবে বাম-কংগ্রেসের হাত মেলানোয় বিশেষ চিন্তিত নন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় । তাঁর মতে, বামফ্রন্ট বা কংগ্রেস বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে ।

বাম-কংগ্রেসের হাত মেলানো প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, “ভারত গণতান্ত্রিক দেশ এবং তাঁরা (বাম ও কংগ্রেস) জোট করতেই পারেন । তবে এগুলি হয় সুবিধাবাদীদের জোট । আমরা জানি এর ফল কী হবে । কংগ্রেসের কোনও নেতৃত্ব নেই । তাঁদের একজন নেতা আছেন, যিনি কিছু বললেই তা মিম বা জোকসে পরিণত হতে বেশি সময় লাগে না ।” আর বামেদের প্রসঙ্গে তাঁর মত, “লেফ্ট আর লেফ্ট আউট ।” বাম কংগ্রেস বাংলার রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয় বলেও কটাক্ষ করেন তিনি ।

অনেকেই বলছেন, বিহারে বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে আসাদউদ্দিন ওয়েসীর দল । বিহার ভোটে পাঁচটি আসন জিতেছিল মিম । এখন বঙ্গভোটের আসরেও নামতে চলেছে মিম । সেই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সকলেই করতে পারেন । আমিও জানি না কেন আসাদউদ্দিন ওয়েসী বাংলায় প্রার্থী দিচ্ছেন । আমি জানি না কেন তিনি পুরো বিষয়টি নিয়ে এতটা ধাঁধা রাখছেন । ” পাশাপাশি তিনি এও বলেন, “বিহারে খুব ভালো ফল করেছে মিম । তাঁর সম্পূর্ণ অধিকার আছে বাংলায় প্রার্থী দেওয়ার ।”

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!