Thursday, November 21, 2024
দেশফিচার নিউজ

বন্যায় ভেসে গিয়েছে বাড়ি, এনআরসি কেড়ে নিল দেশ! নিঃসঙ্গ অবস্থা তাফাজুল আলির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি-র চূড়ান্ত তালিকায় ঠাঁই না হওয়ায়, বড় বিপদের মুখে পড়েছেন অসমের তাফাজুল আলি। চূড়ান্ত তালিকায় তাঁর ঠাঁই তো হয়ইনি, সঙ্গে রয়েছে আরও এক বিপদ। কয়েক মাস আগেই বন্যায় ভেসে গিয়েছে তাঁর ঘর। পরিবারের মানুষ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি, কিছুই নেই তাঁর।

চরম হতাশায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছেন তাফাজুল। তিনি বলছেন, ‘এবার কী হবে? প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেশ করেছিলাম। কিন্তু বন্যা আমার বাড়ি-জমি কেড়ে নিয়েছে। এখন আমার কাছে শুধু নথি রয়েছে, জমি আর বাড়িটাই নেই। ফরেনার্স ট্রাইবুনাল নথি গ্রহণ না-করলে কী করব?’

চলতি বছরের বন্যায় এই বৃদ্ধের বাড়ি ও জমি ধুয়ে যাওয়ার পর অন্যত্র এক জায়গায় মাথা গোঁজার সংস্থান করে নিয়েছিলেন একা মানুষ তাফাজুল। কিন্তু এনআরসি-র চূড়ান্ত তালিকায় ঠাঁই না হওয়ায়, বড় বিপদের মুখে পড়েছেন তাফাজুল। তিনি যে বিদেশি ট্রাইবুনালে আবেদন জানাবেন, তাঁর জমি-বাড়ির নথি দাখিল করবেন, তা-ও আর সম্ভব নয়।

Leave a Reply

error: Content is protected !!