Sunday, September 8, 2024
ফিচার নিউজরাজ্য

সম্প্রীতির নজির! শারদ উৎসবে মুসলিমদের মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিচ্ছেন হিন্দুরা

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, উলুবেড়িয়া : দেশজুড়ে যখন হিন্দু-মুসলিম বিভাজনের খেলা চলছে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি ধরা দিল দুর্গাপূজার মণ্ডপে। শারদ উৎসবে দূর্গা দর্শনার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা ও জলের বোতল নিয়ে এগিয়ে এলো মুসলিমরা। তাঁদের থেকে সহযোগিতা নিতে বুক পেতে এগিয়ে এলেন হিন্দুরাও। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন বিরল চিত্র ধরা পড়ল উলুবেড়িয়া স্টেশন রোডে অবস্থিত রেনবো মেডিকেলের সামনে।

সপ্তমীর দিন থেকে শুরু হওয়া এই প্রাথমিক চিকিৎসা ও জল বিতরণ ক্যাম্প চলবে নবমী পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দুই সম্প্রদায়ের মধ্যে তৈরি হওয়া ভুলভ্রান্তি দূর করতেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মুসলিমদের এই ক্যাম্পে দুর্গাপূজা দেখতে আসা পথিকদের পিপাসা দূর করার জন্য পানীয় জল, মিষ্টি, ছোটদের জন্য লজেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মুসলিমদের ‛জামায়াতে ইসলামী হিন্দ’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সংগঠনটির হাওড়া জেলা শাখার পক্ষ থেকে এই শিবিরে প্রাথমিক চিকিৎসা ও জলদানের পাশাপাশি বিনামূল্যে ইসলামিক বই, ফোল্ডার, বাংলা কোরআন ইত্যাদি বিতরণ করা হচ্ছে। হিন্দু দর্শনার্থীরাও স্বেচ্ছায় তা গ্রহণ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। সংগঠনের মতে একে অপরের ধর্ম জানার মাধ্যমেই দেশে সম্প্রীতি ফেরা সম্ভব।

Leave a Reply

error: Content is protected !!