Friday, September 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষক আন্দোলন সমর্থনকারী ১,১৭৮টি টুইটার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ মোদী সরকারের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলন সমর্থনকারী ১,১৭৮টি টুইটার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিল মোদী সরকার। বিজেপি সরকারের অভিযোগ, ওই অ্যাকাউন্ট গুলি থেকে অশান্তি ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি মোদী সরকারের আরও অভিযোগ, ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে পাকিস্তানের মদতে খলিস্তান সমর্থনকারীদের সম্পর্ক রয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ, কৃষক আন্দোলনের ফলে সরকার তীব্র চাপে রয়েছে। আর সেই কারনেই বার বার কৃষকদের সঙ্গে খলিস্তানী যোগ ইস্যু খাড়া করছে মোদী সরকার। তবে সরকারের নির্দেশের এখনও জবাব দেননি টুইটার কর্তৃপক্ষ।

গত সপ্তাহের বৃহস্পতিবার টুইটারকে এ সংক্রান্ত এক নোটিস পাঠিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। প্রশাসনিক সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তথা গোয়েন্দা সংস্থাগুলির পরামর্শেই ওই নোটিস পাঠানো হয়েছে। এক প্রশাসনিক কর্তার দাবি, ‘‘মূলত খলিস্তানিদের সঙ্গে সহানুভূতিশীল এমন লোকজনের অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে টুইটারকে। তা ছাড়া যে সব অ্যাকাউন্ট পাক মদতে চলছে, তেমন অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই নির্দেশ জারি করা হয়েছে। এই ধরনের অ্যাকাউন্টে ‘অটোমেটেড বট’ রয়েছে বলে দাবি সরকারের। মূলত কৃষক আন্দোলন ঘিরে ভুয়ো খবর বাড়িয়ে পরিবেশন করা বা উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্যই এগুলি ব্যবহার করা হচ্ছে।’’

সরকার পক্ষের দাবি, এই সব অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পরিবেশিত টুইটগুলির মাধ্যমে জনজীবনে অথবা দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়াতে পারে। পাশাপাশি, সরকারি নির্দেশ অমান্য করা হলে টুইটার-কর্তাদের ৭ বছরের কারাবাস হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!