Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এক ভাষা, এক সংস্কৃতির আইডিয়া চাপানোর চেষ্টা করছে মোদী সরকার: রাহুল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এক ভাষা, এক সংস্কৃতির আইডিয়া চাপানোর চেষ্টা করছে মোদী সরকার, কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনদিনের তামিলনাড়ু সফরে গিয়ে প্রথম দিনই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা। দাবি করলেন, তামিল সংস্কৃতি ও ভাষার প্রতি কোনও সম্মান নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেপ্রসঙ্গে বলতে গিয়ে উঠে এল বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষার প্রসঙ্গও। রাহুল জানিয়ে দিলেন ‘এক ভাষা, এক সংস্কৃতি’র তীব্র বিরোধী তিনি।

শনিবার কোয়েম্বাটুরে এক জনসভায় রাহুলকে বলতে শোনা যায়, তামিলনাড়ুর মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি কোনও সম্মান নেই মোদির। আমরা মনে করি, তামিল, হিন্দি, বাংলা, ইংরেজি সমস্ত ভাষারই স্থান রয়েছে আমাদের দেশে। বর্তমানে যে এক ভাষা, এক সংস্কৃতির আইডিয়া চাপানোর চেষ্টা চালানো হচ্ছে আমাদের লড়াই তারই বিরুদ্ধে।

তামিলদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, তামিলনাড়ুর সঙ্গে আমার সম্পর্ক রাজনৈতিক নয়। এ এক পারিবারিক সম্পর্ক। কোনও স্বার্থের জন্য আমি এখানে আসি না। আমি এখানে আসি কারণ আমি আপনাদের ভালবাসি। আপনাদের জন্য গর্ব অনুভব করি।

 

Leave a Reply

error: Content is protected !!