Thursday, February 6, 2025
ফিচার নিউজরাজ্য

মোদী সরকার বিরোধীদের পিছনে সিবিআই, ইডি লেলিয়ে দিয়ে দমাতে চাইছে, অভিযোগ তৃণমূলের

সাকিব হাসান, দৈনিক সমাচার, কুলতলী: মোদী সরকার বিরোধীদের পিছনে সিবিআই, ইডি লেলিয়ে দিয়ে দমাতে চাইছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। বাংলায় নিজের মেয়ে কে চায়, শিরোনামে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল। সোমবার দঃ ২৪ পরগনা জেলার কুলতলীতে যুব তৃণমূল কংগ্রেস নেতা গণেশ মন্ডল এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, বর্তমানে বিরোধী দল অর্থাৎ কেন্দ্র সরকার তথা বিজেপি দল নির্বাচন আসলে তারা নানারূপ কেন্দ্রীয় তদন্তকারী দল অর্থাৎ সিবিআই, ইডি এদের পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিস্থিতি জটিলতা সৃষ্টি করতে উদ্ধত হয়। সেইরুপ গতকাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় এর নামে এক নোটিশ জারি করে যা একদম অভিপ্রেত নয় বলে জানান গণেশ মন্ডল।

তিনি একথাও জানান, আগামীকাল কুলতলি থেকে যে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি রয়েছে তা সম্পূর্ণভাবে স্থানীয়রা নস্যাৎ করবে। পাল্টা সভা করার ডাক দেন তিনি। তিনি জানান, আগামী ২৪শে ফেব্রুয়ারি বেলা ২টায় জামতলা থেকে জালাবেড়িয়া পর্যন্ত বাইক মিছিল করবেন।

তিনি বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়ন এর খতিয়ান তুলে ধরেন এবং এই বিধানসভা নির্বাচনে বিজেপি সহ বাম-কংগ্রেস জোট যেই আসুক তাদেরকে বঙ্গবাসী উৎখাত করতে পিছপা হবে না বলেও মন্তব্য করেন। গণেশ মন্ডল বলেন, তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় আসীন হতে চলেছেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!