Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মন্ত্রী থেকে ছাঁটাই হওয়া রবিশঙ্করকে রাজ‍্যপাল করল মোদী সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের জেরে মন্ত্রীত্ব হারান রবিশঙ্কর প্রসাদ৷ তাই এবার ‘ক্ষতিপূরণ’ দিল কেন্দ্র৷ প্রাক্তন কেন্দ্রীয় আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রীকে রাজ্যপাল পদে মনোনীত করেছে মোদী সরকার৷ তামিলনাড়ুর নতুন রাজ্যপাল হলেন রবিশঙ্কর প্রসাদ৷

কিছুদিন আগে মন্ত্রিসভার সম্প্রসারণের জেরে ১১ জন কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্তফা দিতে হয়৷ তখন ইস্তফা দেন রবিশঙ্কর প্রসাদও৷ শোনা যাচ্ছিল, প্রশাসন থেকে সরিয়ে রবিশঙ্কর এবং প্রকাশ জাভরেকরের মতো নেতাদের সংগঠনের কাজে বেশি করে ব্যবহার করতে চায় বিজেপি৷

কিন্তু এক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আরেক দায়িত্বে রবিশঙ্করকে নিয়ে এল কেন্দ্র৷ রাজ্যপাল করে তাঁকে পাঠানো হচ্ছে তামিলনাড়ুতে৷ পশ্চিমবঙ্গের মতো এবার তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়৷ ক্ষমতা হারাতে হয় এডিএমকে-কে৷ অন্যদিকে বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রী হন ডিএমকে-র স্ট্যালিন৷

দেশের রাজনীতিতে তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী মোদী বিরোধী বলেই পরিচিত৷ একাধিকবার কেন্দ্রের বহু নীতির সমালোচনা শোনা যায় তাঁর মুখে৷ অনেকেই পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে এনে বলছেন, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক মোটেই ভালো নয়৷ তামিলনাড়ুতে  মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সম্পর্ক কেমন হয় সেটাই এখন দেখার৷

Leave a Reply

error: Content is protected !!