দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তিরুঅনন্তপুরমের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজির (আরজিসিবি) দ্বিতীয় ক্যাম্পাসটির নাম পাল্টে আরএসএস প্রচারক গোলওয়ালকরের নামে করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তার জেরে সমালোচনার মুখে তারা। প্রশ্ন উঠছে, বিজ্ঞান চর্চায় গোলওয়ালকরের কী অবদান, যার জন্য তাঁর নামে আরজিসিবি-র এই নতুন নামকরণ হচ্ছে?
আরজিসিবি-র নাম পাল্টানোর বিষয়টি শুক্রবার সামনে আনেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে বক্তৃতা করার সময় জানান, আরজিসিবি-র নাম পাল্টে ‘শ্রী গুরুজি মহাদেব সদাশিব গোলওয়ালকর ন্যাশনাল সেন্টার ফর কমপ্লেক্স ডিজিস ইন ক্যানসার অ্যান্ড ভাইরাল ইনফেকশন’ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।