দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতীয় অর্থনীতির জন্য অশুভ সংকেত। শীতকালীন অধিবেশনে এফআরআইডিআই বিলের প্রসঙ্গ তোলা হয়েছিল পার্লামেন্টে এবং বিষয়টি এখন বিশেষ নির্বাচক কমিটির আয়ত্বাধীন।
কী আছে এই বিলে? মূলত কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়ে গড়া হবে একটি রেজ্যুলেশন করপোরেশন। যেসব ব্যাঙ্কের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে চাঙ্গা করতে সাধারণ মানুষকে বহন করতে হবে ঋনখেলাপিদের দায়।
এতদিন পর্যন্ত দেউলিয়া ব্যঙ্ককে উদ্ধার করতে রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের মালিক হিসাবে এগিয়ে আসত কেন্দ্রীয় সরকার। তবে দিন এখন বদলেছে। সরকার সব দায় ঝেড়ে ফেলে ক্রেডিটরদের ফান্ডও আমানত কারিদের উপর চাপাতে চলেছে সরকার।