Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আকাশে দেখা গেছে চাঁদ, ভারত সহ উপমহাদেশে ঈদ হবে ২১ জুলাই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রবিবার সন্ধ্যায় ভারতের আকাশে দেখা গেছে চাঁদ, ভারত সহ উপমহাদেশে ঈদ উল আজহা পালিত হবে ২১ জুলাই।

লখনউয়ের মরকজী চাঁদ কমিটির তরফে জানানো হয়েছে, আজ জিলহজ চাঁদ দেখা গিয়েছে। তাই জিলহজের প্রথম দিন হবে আগামিকাল তথা সোমবার (১২ জুলাই)। সেইমতো বকরি ইদ পালিত হবে আগামী ২১ জুলাই। কেরালা এবং জম্মু ও কাশ্মীরের তরফেও ঘোষণা হয়েছে যে ২১ জুলাই পালন করা হবে বকরি ইদ।

পাশাপাশি বাংলাদেশের আকাশেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বাংলাদেশেও ২১ জুলাই উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের চাঁদ দেখতে রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রবিবার (১১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

এর আগে, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান গলফ নিউজকে জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে। সময়ের তারতম্যের কারণে সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পর দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়ে থাকে।

Leave a Reply

error: Content is protected !!