দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মুসল্লিদের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মেলার পর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের সাতটি মসজিদের দরজা। এরপর সেই মসজিদগুলোর প্রতিটি কোনে চলে স্যানিটাইজেশন ও সাফ-সাফাই। সবকিছু ঠিকঠাক করার পর সেই ৭টি মসজিদ পুনরায় চালু করা হয়েছে।
শনিবার দেশটির ধর্মমন্ত্রক জানায়, বাহা ও জাযান প্রদেশে দুটি করে মসজিদ খুলে দেওয়া হয়েছে এবং আসির প্রদেশ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তরের সীমানায় একটি করে মসজিদ ফের কার্যক্রম শুরু করেছে।
করোনা সংক্রমণের দাপটে বিগত ১৪০ দিনে দেশটির অন্তত ১,৬৭২টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়। তবে স্যানিটাইজেশন ও সাফাই অভিযান চালানোর পর সউদির বেশকিছু মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংক্রমণ মোকাবিলায় মসজিদের কর্মচারী ও মুসল্লিদের পূর্বসতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সউদি সরকার। প্রত্যেক মুসল্লিকে তাদের নিজস্ব জায়নামায ও মাস্ক ব্যবহার করার নির্দেশের পাশাপাশি ১.৫ মিটারের সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মমন্ত্রক। একইসঙ্গে মসজিদে ঢোকা বা বের হওয়ার সময়ে অযথা ভিড় না করারও পরামর্শ দেওয়া হয়েছে মুসল্লিদের।
উল্লেখ্য, করোনা মহামারির আকার নিলে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত মসজিদগুলির স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি আরোপ করে সউদি আরব। মসজিদের সাধারণ নিয়ম-কানুনে বেশকিছু বদলও ঘটে।