দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজেদের দাবি থেকে একচুলও সরতে নারাজ আন্দোলনকারী কৃষকরা। কেন্দ্রের সঙ্গে বৈঠকে আগেই সে কথা জানিয়ে দিয়েছিলেন তাঁরা। এ বার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বন্ধের ডাক দিলেন তাঁরা।
৮ ডিসেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার দেশ জুড়ে বনধ পালনের ঘোষণা করেছেন কৃষকরা। তার আগে আজ দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় কিসান ইউনিয়নের তরফে এমনই ঘোষণা করা হল।