Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি কৃষক নেতা রাকেশ টিকাইতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একদিকে দিল্লি সীমান্তে চলছে কৃষক আন্দোলন। অন্যদিকে সংযুক্ত কিষান মোর্চার প্রধান রাকেশ টিকাইত দেশ জুড়ে আন্দোলনের জন্য জনসমর্থন জোগাড় করে চলেছেন। সদ্য কলকাতা ও নন্দীগ্রামেও ঘুরে গেছেন রাকেশ টিকাইত। বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন করেছেন তিনি। মঙ্গলবার তিনি রাজস্থানের জয়পুরে সভা করেন। সেই সভায় তিনি বলেন, ‘‌কেন্দ্র কৃষক আন্দোলনকে ভঙ্গ করার চেষ্টা করছে।’‌ কিন্তু কৃষকদের একতায় চিড় ধরতে দেবেন না তিনি। এমনকি তিনি হুঙ্কার দিয়েছেন, ফের দিল্লি গিয়ে ব্যারিকেড ভাঙতে হবে।

রাকেশ টিকাইত বলেছেন, ‘‌ধর্ম ও জাতির দোহাই দিয়ে কেন্দ্র সরকার কৃষক আন্দোলন ব্যর্থ করার চেষ্টা করছে। যখনই আপনাদের বলব, তখনই দিল্লি যাবেন। ফের ব্যারিকেড ভাঙা হবে।’‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাকেশ টিকাইত বলেছেন, ‘‌মোদির কথায়, কৃষকরা ফসল যেখানে খুশি বিক্রি করতে পারবেন। আমরাও বিধানসভা, সংসদ ও জেলাশাসকের কার্যালয়ে গিয়ে ফসল বিক্রি করে আসব।’‌

রবিবার কর্ণাটকেও সভা করেছেন টিকাইত। সেখানকার কৃষকদের সামনে তিনি বেঙ্গালুরু ঘেরাও করার আওয়াজ তুলেছেন। কৃষক নেতা স্পষ্ট করে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া অবধি এই আন্দোলন চলবে। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের একজোট থাকার পরামর্শ দিয়েছেন রাকেশ টিকাইত।

 

 

Leave a Reply

error: Content is protected !!