দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সাংসদ তহবিলের টাকায় অক্সিজেন প্লান্ট গড়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, দু’বছর সাংসদ তহবিলের টাকা বন্ধ। কিন্তু আগের আমার সাংসদ তহবিল টাকা আছে, যা দিয়ে অনায়াসে অক্সিজেন প্লান্ট-সহ দুটি অ্যাম্বুল্যান্স কেনা যায় এই লোকসভা কেন্দ্রের মানুষের জন্য। বহুবার এ নিয়ে চিঠি চালাচলি হয়েছে, কিন্তু এখন এই সংকটে চিঠিচাপাটির সময় নয়, এখন কাজের সময়। আইনত কোনও অসুবিধা তো নেই, তবু এক বছরের বেশি সময় ধরে এতবার বলে যাওয়া সত্ত্বেও আমার নিজের সাংসদ তহবিলের টাকা, আমার অনুমোদন সত্ত্বেও কেন খরচ করা হয়নি? আমি পুরো টাকাটাই কোভিড মহামারীর চিকিৎসার জন্য খরচ করতে চাই।
এর আগে গত ১ তারিখ জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে চিঠি লিখে নিজের লোকসভা ক্ষেত্রে একটি অক্সিজেন প্লান্ট স্থাপনের কথা জানিয়েছিলেন অধীর চৌধুরী। পাশাপাশি, গোটা জেলার জন্য অত্যাধুনিক ভেন্টিলেটর-যুক্ত ২টি অ্যাম্বুল্যান্স কেনারও প্রস্তাব দেন তিনি। আবেদন জানান, এই কাজ হোক তাঁর সাংসদ তহবিলের অর্থে। এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছেই সেই আরজি জানালেন কংগ্রেস সাংসদ। পাশপাাশি, আরও একবার রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।