Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি ও মিমকে বার্তা দিতে সংস্কৃত ভাষায় শপথ নিলেন কংগ্রেসের মুসলিম বিধায়ক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৭তম বিহার বিধানসভার প্রথম দিন বিভিন্ন ভাষায় শপথ নিলেন নয়া নির্বাচিত বিধায়করা। কিন্তু সংস্কৃতে শপথ নিয়ে সবাইকে চমকে দিলেন কংগ্রেসের এক মুসলিম বিধায়ক। পরে তিনি জানান যে বিজেপি ও মিমকে বার্তা দিতেই তিনি সংস্কৃতে শপথ নেন।

কসবা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতেছেন জেএনইউ-র প্রাক্তনী শাকিল আহমেদ খান। পরে তিনি বলেন যে ভারতের সংস্কৃতি এত সুন্দর ও সব ভাষার উৎপত্তি তো সংস্কৃত থেকে। সেই কারণে বিজেপি ও মিম-কে সংস্কৃতির পাঠ পড়ানোর জন্য তিনি সংস্কৃতে শপথ নেন বলে জানান কংগ্রেস বিধায়ক।

এদিন মিমের আখতারুল ইমাম উর্দুতে শপথ নেন। তবে তিনি ভারতের জায়গায় হিন্দুস্তান শব্দটি ব্যবহার করেন। বিহারে মিমের মুখ তিনি। বিহারের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় শপথ নিলেন। মিথিলাঞ্চলের সবাই মৈথিলি ভাষায় সংবিধানের প্রতি নিজেদের আস্থা জ্ঞাপন করেন। অন্যদিকে সীমাঞ্চলের বিধায়করা উর্দুতে শপথ নেন।

Leave a Reply

error: Content is protected !!