দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে মুসলিমদের ফরাসী পণ্য বর্জনের করার আবেদন করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ডের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বনবীর সম্মান রক্ষা করা আমাদের গভীর এবং আন্তরিক দায়িত্ব। তার সম্মানে কোন ধরনের হানি সহ্য করা হবে না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সোশ্যাল মিডিয়া ডেস্কের দায়িত্বপ্রাপ্ত মাওলানা মুহাম্মদ উমরেন মাহফুজ রহমানি বলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সঃ আমাদের সন্তান, মাতা, পিতা এবং আমাদের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তার পাক চরিত্রের সম্পর্কে কোন ধরনের অপশব্দ সহ্য করা হবে না।
মুহাম্মদ উমরেন মাহফুজ রহমানি আরো বলেন, বেশ কিছুদিন ধরেই বিশ্ব নবীর সম্বন্ধে অসহনীয় মন্তব্য এবং ঘটনা সামনে আসছে। এর আগে ফরাসি পত্রিকা শার্লী আব্দো ২০০৬ এবং ২০১৩ সালে বিশ্ব নবীর বিষয়ে কার্টুন চিত্র অঙ্কন করে তাঁকে অপমান করেছিল। তিনি আরো বলেন, সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ভাষণ দেন। এমনকি ফ্রান্সের বিভিন্ন দপ্তরে ঈশ্বর নিন্দা বিষয়ক পোস্টার লাগানো হয়। এ ধরনের জিনিস কোনোভাবেই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন মাওলানা। তিনি মুসলিম সম্প্রদায় উদ্দেশ্যে সমস্ত ফরাসি পণ্য বর্জন করার আবেদন জানিয়েছেন।
মাওলানা আরো বলেন, এখন পবিত্র রবি উল আওয়ালের মাস চলছে। এই মাসেই আজকের দিনে বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন। এই পবিত্র মাসে বিশ্বনবীর বার্তা মানুষের কাছে পৌছে দিতে এবং তার জীবনকে আরো লোকপ্রিয় করে তুলতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে টুইটার পেজ থেকে একটি ট্রেন্ড তৈরি করা হচ্ছে। মাওলানা বলেন এই টুইটার ট্রেন্ড বিশ্বনবী তথা মুসলিমদের বিরুদ্ধে যে নিন্দা মূলক চিত্রায়ন এবং কার্যাবলী করা হচ্ছে তার বিরুদ্ধে একটি ইতিবাচক পদক্ষেপ হবে।
সম্প্রতি অবাধ বাক স্বাধীনতার ওপর ক্লাস করানোর সময় মহম্মদ স. নিয়ে একটি কার্টুনচিত্র দেখান স্যামুয়েল পেটি নামে শিক্ষক। এর প্রতিবাদে ওই শিক্ষককে আব্দুল্লাহ আনজোরোভ নামে এক ব্যক্তি গত ১৬ই অক্টোবর প্যারিসের এক শহরতলির স্কুলের বাইরে গলা কেটে খুন করে। এই ঘটনার নিন্দা করে পাল্টা কট্টরপন্থী ইসলাম মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আইন প্রণয়নের নিদান দেন। পাশাপাশি ব্যঙ্গ চিত্রের পক্ষেই সম্মতি দেন। এদিকে এ ধরনের চিত্রণ বা অংকন ইসলামে নিষিদ্ধ হওয়ায় ফরাসি প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত মুসলিম ভাবাবেগে আঘাত করেছে। যার ফলশ্রুতি হিসেবে গোটা বিশ্ব জুড়ে মুসলিম সমাজের মানুষেরা ফরাসি বস্তু বয়কটের ডাক দিয়েছেন। এমনকি, ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের সরকারের কঠোর অবস্থান নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান ফরাসী পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। এছাড়া কুয়েত, জর্ডন, বাংলাদেশ সহ একাধিক জায়গায় ক্ষোভে ফেটে পড়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা। ভারতেও ধীরে ধীরে যে আন্দোলন ছড়িয়ে পড়বে তা মুসলিম পার্সোনাল’ ল বোর্ডের সিদ্ধান্তে স্পষ্ট।