দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলার মুসলিমরা আরব, ইরান, ইরাক থেকে আসেনি বলে মন্তব্য করেছেন রাজ্যসভার সাংসদ তথা দৈনিক ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান।
তিনি আরও বলেছেন, মুসলিমরা এখানকার ‘ভূমিপুত্র’, বর্ণবৈষম্যের কারণে তারা ইসলাম ধর্মগ্রহণ করেছে। দিল্লির কনস্টিটিউশন ক্লাব হল-এ ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র এনআরসি বিষয়ক কনভেনশনে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
এদিন আহমদ হাসান ইমরান বলেন, ‛অসমের এনআরসি ছিল ‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত’। কোন ট্রাইব্যুনাল কতজনকে ‘বিদেশি’ ঘোষণা করতে পেরেছে, তা নিয়ে প্রতিযোগিতা হয়েছে! এরপরেও বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো খুশি নয়।’ বাংলাতেও এনআরসি নিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। হিন্দু-মুসলিমসহ বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন বলেও মন্তব্য করেন ইমরান।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন