দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে অস্থিরতা তৈরি ও সরকার ফেলার চেষ্টা করছেন সুপ্রিমকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি এনভি রামান্না এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, দেশের শীর্ষ আদালতে এমনটাই অভিযোগ করল অন্ধ্রপ্রদেশ সরকার।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি বলেন, এসব করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নির্দেশে। বিচারপতি রামান্না আবার আগামী বছর সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হবেন। শনিবার এক সাংবাদিক বৈঠকে সেই অভিযোগ করেন রেড্ডি।
পরে সেই মর্মে বিবৃতিও জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদকে চিঠি লিখে বিস্তারিতভাবে অভিযোগ জানিয়েছেন জগনমোহন। তেলুগু দেশম পার্টির প্রধান নাইডুর সঙ্গে বিচারপতি রামান্নার ‘নৈকট্য’-এর বিষয়ে অভিযোগ করেছেন। একইসঙ্গে সরকারের সিদ্ধান্ত এবং বিচারবিভাগের আধিকারিক ও তাঁদের আত্মীয়দের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে হাইকোর্টের ‘প্রতিকূল’ অবস্থান নিয়েও সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলা হয়েছে। চিঠিতে নির্দিষ্ট রায় এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতিদের নামও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জগমোহনের মন্ত্রী ও তাঁর দলের নেতারা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে বিষোদগার করে আসছেন। তিনটি রাজধানীর পরিকল্পনা-সহ সরকারের বিভিন্ন সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ায় বিচারপতিদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাঁরা। কিন্তু এই প্রথম বিচারবিভাগের উপর সরাসরি আক্রমণ শানিয়েছে জগনমোহনের সরকার।