Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সোনা পাচার কাণ্ডে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ক্লিনচিট দিল এনআইএ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সোনা পাচার কাণ্ডে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ক্লিনচিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সাম্প্রতিক সোনা পাচার কাণ্ডে শুল্ক দপ্তরের দাবি খারিজ করে আদালতে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছিল শুল্ক দপ্তর। শুক্রবার কেরল হাইকোর্টে তারা জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্য দূতাবাসের মাধ্যমে তিরুঅনন্তপুরমে সোনা পাচারের গতিবিধি সম্পর্কে জানতেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থা (‌বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে)‌ জানিয়েছে, এরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি। গত অক্টোবরে সোনা পাচার কাণ্ডে স্বপ্না সুরেশকে গ্রেফতার করেছিল এনআইএ। তাঁকে জেরা করে এমন কোনও তথ্য নাকি পাওয়া যায়নি।

জাতীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছে, ‘‌আমাদের জিজ্ঞাসাবাদে এরকম কোনও তথ্য পাওয়া যায়নি। স্বপ্না সুরেশ এরকম কোনও দাবি করেনি আমাদের কাছে। অন্য সংস্থার রিপোর্ট নিয়ে আমরা কিছু বলব না।’‌ জানুয়ারিতে পেশ করা চার্জশিটে ক্লিনচিট দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি এম শিবশঙ্করকে। সোনা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে তাঁর নামও জড়িয়েছিল। গত সেপ্টেম্বরেই শিবশঙ্করকে জেরা করেছিল এনআইএ। একমাস পরেই ইডি আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে শিবশঙ্করকে। কিন্তু এনআইএ স্পষ্ট জানিয়ে দিয়েছে শিবশঙ্করের সোনা পাচার কাণ্ডে কোনও যোগ নেই। তাই এনআইএর চার্জশিটে মূল অভিযুক্ত স্বপ্না সুরেশ সহ ১৯ জনের নাম থাকলেও ক্লিনচিট পেয়েছেন পিনারাই বিজয়ন ও শিবশঙ্কর।

 

 

Leave a Reply

error: Content is protected !!